৬ হাজার মানুষের ভোজ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের

জাতীয় শোক দিবসে ৬ হাজার মানুষের খাবারের আয়োজন করেছে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় টাইগারপাস বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন ও খুলশী থানা আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মজুমদার।

বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা মাসুদ রেজা, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রতন মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম, মঈনুদ্দিন রূপন, নাদিরা সুলতানা হেলেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মামুন, আনোয়ার হোসেন বাবু, প্রচার সম্পাদক মীর্জা হাফিজুর রহমান সোহেল প্রমুখ।

পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় মোনাজাত করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা
পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় মোনাজাত করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা

আলোচনা সভার আগে একটি শোক র্যালি ওয়ার্ডের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন। এতে অংশ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা।
পরে ৬ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্যও খাবারের আয়োজন ছিল বলে জানিয়েছেন কাউন্সিলর হিরণ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!