৬ মাসে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যা

চলতি বছরের গত ৬ মাসে ইউটিউবে যে চ্যানেল বা ভিডিওগুলো সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল— আহরেফস।

৮০ কোটি কি-ওয়ার্ড বিশ্লেষণ করে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ চ্যানেলের তালিকা প্রকাশ করেছে তারা। কিওয়ার্ড এক্সপ্লোরার টুলের মাধ্যমে তৈরিকৃত এ তালিকার শীর্ষ ১০ এ আছে-

১. কে-পপ ব্যান্ড বিটিএস

২. পিউডিপাই

৩. মানসিক চাপ কমানোর ভিডিও চ্যানেল এএসএমআর

৪. মার্কিন গায়িকা বিলি এইলিশের চ্যানেল

৫. বাচ্চাদের চ্যানেল বেবি শার্ক

৬. ম্যাক্সিকান এন্টারটেইনমেন্ট চ্যানেল বাবাদুন

৭. কে-পপ ব্যান্ডের চ্যানেল ব্ল্যাক পিংক

৮. মার্কিন গান ওল্ড টাউন রোড

৯. মিউজিক

১০. ফোর্টনাইট

আহরেফস তাদের বিশ্লেষণে জানিয়েছে, সারা বিশ্বেই গান শোনার ক্ষেত্রে ইউটিউবের ব্যবহার বেড়েছে। তালিকার শীর্ষ ১০০ এর মধ্যে ৫৭টি সার্চই গানকেন্দ্রিক।

যুক্তরাষ্ট্রের ইউটিউব ব্যবহারকারীরা ব্র্যান্ডেড কনটেন্ট খুঁজেছেন বেশি। অর্থাৎ তাদের ওপর ইউটিউবারদের প্রভাব বেশি। সে দেশের শীর্ষ ১০০ সার্চের মধ্যে ৫০টিই ইউটিউবারকেন্দ্রিক। বাকি বিশ্বে ইউটিউবারদের কনটেন্ট খুব বেশি জনপ্রিয় নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!