৬ দফা দিবসে চট্টগ্রাম’র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধা

৬ দফা দিবসে চট্টগ্রাম’র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধা 1প্রতিদিন ডেস্ক : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া চট্টগ্রামের ছাত্রনেতারা।

১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু তখনকার পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ ৬ দফা দাবিতে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন।

৭ জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ এবং তৎকালীণ সীমান্ত রক্ষী বাহিনীর (ইপিআর) গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন।

এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি।

দিনটি উপলক্ষে বুধবার আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রামের ছাত্রলীগ। একইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইরফানুল আলম জিকু, কাজী গোলাম সরওয়ার সুরুজ, কাজী নাবিল করিম জামি, রাজেশ বড়ুয়া, আব্দুর রহিম শামিম, সনেট চক্রবর্তী।

আরও ছিলেন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সহ সম্পাদক বিজয় মিত্র সুমন, রাহুল দাশ, সদস্য মোশরাফুল হক চৌং পাভেল, নগর ছাত্রলীগ নেতা সিকদার সুমন, সৈকত দাশ, শোভন চৌং বান্টি, মোঃ আরমান, ইরশাদুল আমিন মিয়া জাহেদ, সৈকত চৌং, নুর উদ্দিন ফয়সাল, কাবিদ, রবিন প্রমূখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!