৬০ বছরে এসে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার চিরবিদায়

ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তী। মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিল ৬০ বছর।

৬০ বছরে এসে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার চিরবিদায় 1

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সেই মারা গেছেন ম্যারাডোনা। শারীরিক অসুস্থতা নিয়ে ম্যারাডোনা কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ১৯৮৬ সালের আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন ম্যারাডোনা।

বিশ্বের সেরা ফুটবলার মানা হতো ম্যারাডোনাকে। আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা ম্যারাডোনা সেই ক্লাবে খেলেন ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। তারপর তিনি ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন ম্যারাডোনা। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ম্যারাডোনা।

১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপ থেকে মাদক গ্রহণের দায়ে বহিষ্কৃত হন। ফুটবল থেকে অবসর নেয়ার পর ম্যারাডোনা কোচিংয়ে জড়িয়ে পড়েন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!