৫৭ নেতা হাজির চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের প্রথম সভায়, ৩ জনের করোনা

১৮ জন সদস্যের অনুপস্থিতিতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে। দীর্ঘ ১৪ মাস পর অনুমোদন পাওয়া কমিটির ৭৫ জনের মধ্যে ১৮ জনকেই দেখা যায়নি প্রথম এ সভায়। যে তালিকায় রয়েছেন সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, সম্মেলনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে সেটি ধরে রাখতে হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ ডিসেম্বর চট্টগ্রামের দামপাড়ায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এম এ সালাম সভাপতি ও শেখ আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে জেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে দীর্ঘ ১৪ মাস পর গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।

৫৭ নেতা হাজির চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের প্রথম সভায়, ৩ জনের করোনা 1

শনিবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভায় কমিটির ৭৫ সদস্যের মধ্যে মোট ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুপস্থিত সদস্যদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তারা হলেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাফর আহমদ, আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার তানজিমুল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চেয়ারম্যান।

এছাড়া জেলা আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দের বিরুদ্ধে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানো রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল ও ইউনুস গনী চৌধুরীও এই সভায় উপস্থিত ছিলেন না। তারা দুজনেই নতুন কমিটিতে স্থান পেয়েছেন।

সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম, জেলা আওয়ামী লীগের কমিটিতে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হওয়া জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি রাজিবুল আহসান সুমন ও বখতেয়ার সাঈদ ইরানও সভায় অংশ নেননি। বখতেয়ার সাঈদ ইরান অসুস্থতাজনিত কারণে সভায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিষ পালিত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রথম কার্যনির্বাহী সভায় আমাদের পরিচিতি পর্বটা সেরে নেয়া হয়। আর মোশারফ ভাই আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সভায় ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন অসুস্থ থাকায় আসতে পারেননি। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি নিয়েও আলোচনা হয়।’

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!