৫০ প্রশিক্ষণার্থী পেলেন এলিট রেফারিং কোর্সের সনদ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের আয়োজনে পাঁচদিনব্যাপী ৫০ প্রশিক্ষণার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এলিট রেফারিং কোর্স।

সমাপনী দিনে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সম্মেলন কক্ষে সিজেএফআরএ এলিট রেফারিং কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, খায়রুল আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, স্পন্সর আবদুল মান্নান, ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোর্স প্রশিক্ষক জিএম চৌধুরী নয়ন, রিটুরাজ বড়ুয়া, মাহমুদ হাসান মামুন, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০ প্রশিক্ষণার্থী নিয়ে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় এ রেফারিং প্রশিক্ষণ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!