৫০ টাকার মাস্ক ২২০০ নিয়ে দারাজের জরিমানা ২ লাখ

অনলাইন ই-কমার্স প্লাটফর্ম দারাজে একটি মাস্কের দাম চাওয়া হল ১ হাজার ২৫০ টাকা। এর মাত্র দুদিন আগে ওই একই মাস্কের দাম চাওয়া হয় ২ হাজার ২৫০ টাকা। অথচ এর প্রকৃত দাম মাত্র ৫০ টাকা!

রোববার (১৫ মার্চ) রাতে ৫০ টাকার মাস্ক ২২০০ টাকায় বিক্রি করার অপরাধে অনলাইন শপিং সাইট দারাজডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এবং ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন, ৫০ টাকার মাস্ক দারাজডটকম ২২০০ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এখনও তাদের সাইটে ১২৫০ টাকা দরে বিক্রি করছে। এ কারণে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!