৫০০ বেদে ও দিনমজুর পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লকডাউনে প্রধানমন্ত্রী পক্ষে নগরের কর্মহীন ৫০০ বেদে ও দিনমজুরের হাতে ত্রাণ (উপহার) তুলে দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামশেদ খোন্দকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।

উপহারের প্রতি প্যাকেটে রয়েছে- ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টি সাবান।

ত্রাণ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, লকডাউন চলাকালে অস্বচ্ছল কেউ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক কর্মহীন পরিবারকে ত্রাণের আওতায় আনার কাজ করে যাচ্ছি। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জ্বাবোধ করেন তারা আমাদের কাছে টেলিফোন বা এসএমএস করলেই আমরা রাতের আধাঁরে তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি৷

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!