৫০০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিলো চান্দঁগাও থানা পুলিশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অন্তত ৫০০ অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সিএমপির চান্দঁগাও থানা পুলিশ।

১ এপ্রিল (বুধবার) রাতে থানা কম্পাউন্ডে অসহায়, গরীব ও কর্মহীন ৫০০ মানুষকে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু ও পিয়াঁজ তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।

৫০০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিলো চান্দঁগাও থানা পুলিশ 1

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম, অপারেশন অফিসার মো. নুরুল ইসলাম সহ থানার পুলিশ সদস্যরা।


আদর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!