৪ লাখ টাকার চাকরিতে চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার

আন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। কাজ করতে হবে ঢাকা ও কক্সবাজারে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনেই।

পদের নাম

রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট কো-অর্ডিনেটর।

বিভাগ

ইন্টারন্যাশনাল প্রোগ্রাম

পদসংখ্যা

নির্ধারিত নয়

কর্মস্থল

ঢাকা/কক্সবাজার

আবেদন করার যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বিষয়ে প্রোগ্রাম বা রিসার্চে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ের গবেষণা ডিজাইন, কো-অর্ডিনেট ও বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে।

কোবো ডাটা কালেক্ট ব্যবহার করে জরিপ করা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন

মাসিক বেতন প্রায় ৩ লাখ ৮৬ হাজার ৬৬৭ থেকে ৪ লাখ ২৯ হাজার ৬৩০ টাকা (৪,৫০০-৫,০০০ মার্কিন ডলার)

সুযোগ-সুবিধা

বছরে ২০ দিন ছুটি। এছাড়া সাপ্তাহিক ছুটিসহ রয়েছে আরও ১০ দিন ছুটি। বাসায় বসে কাজ করারও সুযোগ রয়েছে। প্রয়োজনে থাকার ব্যবস্থা আছে।

আবেদন করতে হবে যেভাবে

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ

৭ মার্চ ২০২২

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!