৪ রামদাসহ ১৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় চারটি রামদাসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটায় টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি করে তাদের আটক করা হয়। আটকের পর ১৬ রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করেছে এপিবিএনের সদস্যরা।

আটককৃতরা হল রফিক (৩০), সৈয়দ উল্লাহ (২৮), ওসমান (৩৩), জিয়াউর রহমান (২৮), এজাজুল হক (৩০), রহমত উল্লাহ (২১), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৬), ইয়াছের (২১), ওসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহমদ (৪০), সুলতান আহমদ (৪০), আবুল কাশেম (১৮), সৈয়দ উল্লাহ (২৮) ও রফিক উল্লাহ (৩০)। তারা সবাই ১৪ ও ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

এ ব্যাপারে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি যানবাহনে তল্লাশি করে ১৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের তাছে পাওয়া যায় চারটি রামদা। আটকের পর তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!