৪ পজিটিভ নিয়ে চট্টগ্রামে স্বরূপে ফিরল করোনা ভাইরাস

দামপাড়ায় আবার, উত্তর কাট্টলীতে আরও দুজন

টানা দুদিন একটু থেমে চট্টগ্রামে আবার স্বরূপে ফিরলো প্রাণঘাতি করোনা ভাইরাস। রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের একমাত্র করোনা পরীক্ষাগারের সর্বশেষ পরীক্ষায় চট্টগ্রামের মোট চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল। এই চারজনের মধ্যে একজন সাতকানিয়ার, দুজন চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর এবং অপরজন দামপাড়া পুলিশ লাইনের।

নতুন এই ৪ জনসহ চট্টগ্রামে মোট করোনার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া দ্বিতীয় দফার পরীক্ষায়ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।

নতুন করে আক্রান্ত ৪ জনের মধ্যে উত্তর কাট্টলীর ২৫ বছর বয়সী এক পুরুষ ও সমবয়সী এক নারী রয়েছে। এ দুজনই মেরিডিয়ান বাড়িতে ১৩ এপ্রিল শনাক্ত হওয়া কেয়ারটেকারের পরিবারের সদস্য। দামপাড়ায় যিনি আক্রান্ত তিনি ৪৩ বছর বয়সী একজন পুলিশ সদস্য। সাতকানিয়ার রূপনগরে ৪৫ বছর বয়সী এক পুরুষের মধ্যেও করোনার সংক্রমণ মিলেছে।

তবে করোনার লক্ষণ নিয়ে রোববার সকালে বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তিটির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১৩টি। এর মধ্যে লক্ষ্মীপুরের ৪ জন ও নোয়াখালীর ১ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

এছাড়া আজকের পরীক্ষায় সীতাকুন্ডের ফৌজদারহাটে আগে করোনা শনাক্ত হওয়া রোগীর দ্বিতীয় দফার পরীক্ষায়ও করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টা নাগাদ চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

এআরটি/আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!