৪ দফা নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন চারটি দাবি নিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের সাথে দেখা করেছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে লাভলেইনস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে সাক্ষাত করেন তিনি।

এ সময় ডা. শাহাদাতের সাথে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী, শাহাদাতের একান্ত সচিব মারুফ আহমেদ চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. শাহাদাত হোসেনের দাবিগুলো হলো- প্রতিবন্ধীদের সুবিধার্থে নির্বাচন কমিশন প্রিজাইডিং কর্মকর্তার হাতে ৫ ভাগ ভোট সংরক্ষিত রাখার বিধান করেছেন। বিগত নির্বাচনগুলোতে এই সংরক্ষিত ভোটের অপব্যবহার হয়েছে। এতে এই নির্বাচনে লক্ষাধিক ভোট তারা অনায়াসেই কারচুপি করতে পারবে। প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ভোট প্রদানের কোটা কমিয়ে শতকরা ৫ ভাগ থেকে ১ ভাগে নামিয়ে আনতে হবে। সেনাবাহিনীকে শুধু ইবিএমের টেকনিক্যাল সাপোর্টের জন্য নিয়োগ করলে হবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েই মাঠে নামাতে হবে। পাশাপাশি গোপন বুথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই দায়িত্বও দিতে হবে। আগের নির্বাচনে বহিরাগতরা সিটিতে এসে ভোটে প্রভাব বিস্তার করেছে।এই নির্বাচনে তা রোধ করতে হলে ভোট কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করে তা তদারকি করার পদক্ষেপ নিতে হবে। ২৬ তারিখ স্বাধীনতা দিবসের ছুটি। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। ২৯ তারিখ ভোট গ্রহণ হলে শহরে মানুষের উপস্থিতি থাকবে কম। ২ দিন পিছিয়ে ৩১ মার্চ ভোট গ্রহণ হলে ভোটার উপস্থিতি আরও বাড়বে। তাই তিনি ভোট গ্রহণের তারিখ ২ দিন পেছানো দাবি করেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!