৪৬ কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

৪৬ কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ 1নিজস্ব প্রতিবেদক : ভর্তি নীতিমালাকে তোয়াক্কা না করে একাদশ শ্রেণির ভর্তিতে ৪ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নগরীর ৪৬ কলেজের বিরুদ্ধে। ভর্তি নীতিমালা অনুসারে কলেজেগুলোতে ভর্তি ফি ৩ হাজার টাকা নেওয়ার কথা। অভিযুক্ত এসব কলেজের শাস্তি ও আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে ‘হুঁশিয়ার বিজ্ঞপ্তি’ পাঠ ও অভিযুক্ত ৪৬ কলেজের নামের তালিকা প্রকাশ করেছে নগর ছাত্রলীগ।

‘হুঁশিয়ার বিজ্ঞপ্তি পাঠ’ কর্মসূচির পর তথ্য প্রমাণসহ নগরীতে ভর্তি বাণিজ্যে জড়িত ৪৬টি কলেজের নামের তালিকা জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে রোববার (৯ জুলাই) দুপুরে জমা দেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে ছাত্রলীগ নেতারা।

লিখিত অভিযোগে বলা হয়, একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা কলেজসমূহের মধ্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে (২৫ হাজার টাকা), ওমরগণি এমইএস কলেজ (৩৯০০ টাকা), দেলোয়ারা জাহান কলেজ (৬২৫০ টাকা), চট্টগ্রাম মডেল কলেজ (৭৮৫০ টাকা),৪৬ কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সিডিএ পাবলিক কলেজ (৪০০০), মেট্রোপলিটন কমার্স কলেজ (৪৭০০টাকা), বি এফ শাহীন কলেজ (৫০০০ টাকা), ল্যাবরেটরি কলেজ (৮৮০০ টাকা), সানসাইন কলেজ (৫০০০টাকা), বন্দর কলেজ (৫৭০০ টাকা), ছাপা মোতালেব কলেজ (৪০২০ টাকা), কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ (৪১০০ টাকা, বাধ্যতামূলক ড্রেস বই খাতা, শিক্ষক তহবিল, মানবিক তহবিলের নামে অর্থ সংগ্রহ), আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ (৪০০০ টাকা), হাজেরা তজু ডিগ্রি কলেহে (৭৮০০ টাকা), এনায়েতবাজার মহিলা কলেজে ৩৬৫০ টাকা), চট্টগ্রাম বিজ্ঞান কলেজে (ভর্তি ৩০০০, সেশন ফি ৫০৫০, নোট ফি ৪০০০), বেপজা স্কুল অ্যান্ড কলেজে (৩ কিস্তিতে ১২ হাজার টাকা), চিটাগাং আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ (৫০০০ টাকা), পাহাড়তলী কলেজ (৪০০০), জেএমসেন কলেজে (বর্ধিত ভর্তি ফি গ্রহণ সহ ভর্তি বাতিলে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ), চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ (৩৭০০+১৬৫০টাকা)।

এছাড়াও কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ, পোস্তারপাড় আ. খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বি. ও কলেজ, পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চসিক প্রিমিয়ার কলেজ, কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ, পাঁচলাইশ এস এম নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ, চসিক কায়সার-নিলুফার কলেজ, সিটি কর্পোরেশন কমার্স কলেজ, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দেওয়ানহাট সিটি কর্পোরেশ কলেজ, সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আরও বেশ কয়েকটি কলেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!