৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইমিগ্রেশন শেষে চেকিংয়ের সময় ওই যাত্রীকে বিদেশী মুদ্রাসহ আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের যাত্রী রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যার মূল্য বাংলাদেশী মুদ্রায় ৪২ লাখ টাকা। তার ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরও দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তার বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকায়। তিনি রাত ৮টার ফ্লাইটের দুবাইগামী যাত্রী ছিল।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!