৪০ শিশু ৫৫ পদের ব্যুফে খেয়ে বিল দিল ২ টাকা

থাই স্যুপ ক্লিয়ারটাও ছিল, ছিল থিকও। ড্রাই কেশোনাট সালাদের সাথে ছিল সসি সালাদটাও। ফ্রুট সালাদের পাশাপাশি ছিল তিন রকমের পাস্তা। আবার নানা স্বাদের, রঙের পুডিং ছিল এই আয়োজনে। দুই পদের বিরিয়ানির সাথে ছিল পোলাও, চিনিগুড়া চালের সাদা ভাতও। মাছের দোপেয়াজা, চিকেন মাসালা কিংবা ফ্রাই- কোনোটাই বাদ যায়নি।

এমন মোট ৫৫ রকমের খাবারের আয়োজনটি ছিল শুধুই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। তবে বিনামূল্যে এই শিশুরা খাবার খেতে আসেনি। মন ভরে খেয়েদেয়ে তারা রেস্টুরেন্ট ম্যানেজারের হাতে গুজে দিয়েছে বিল। এই বিল আবার দুই টাকা! হ্যাঁ, শুধুমাত্র দুই টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চট্টগ্রামে ব্যুফে লাঞ্চের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘যাত্রী ছাউনি’।

বুধবার (২১ অক্টোবর ) দুপুরে নগরীর ‘উইন্ড অব চেইঞ্জ’ রেস্টুরেন্টে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দুই টাকা খাবারের আয়োজন করা হয়।

‘যাত্রী ছাউনি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ জিসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এই শহরের অলিতে-গলিতে প্রতিদিন শত শত অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু খাবারের তাড়নায় জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। তাদের আনন্দ দিতে আমাদের এ আয়োজন। প্রথম দফায় আমরা ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৫৫ রকমের বাহারি খাবারের ব্যুফে আয়োজন করি। এই এক বেলা খাবারকে যেন সুবিধাবঞ্চিত শিশুরা ভিক্ষা মনে না করে সে জন্য প্রত্যেকের কাছ থেকে দুই টাকা করে মূল্য রাখা হয়। তারা যেন সত্যিকার অর্থে মনে করতে পারে মূল পরিশোধ করে খাবার খেয়েছে।’
৪০ শিশু ৫৫ পদের ব্যুফে খেয়ে বিল দিল ২ টাকা 1
সংগঠনটির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এসব অবহেলিত শিশুদের খাবারের স্বাদ থাকলেও সাধ্য না থাকাতে খেতে পারছে না। এসব শিশুদের খাবার বিতরণের মাধ্যমে সমবন্টন বিষয়টি যেন মানুষের কাছে পৌঁছে সে লক্ষ্যে আমরা কাজ করছি। তাদের মনে যেন ভিক্ষা কথাটা মনে না আসে সে জন্য দুই টাকা করে মূল ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ মানুষের জন্য। মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে কোন কিছু হবে না এই জীবনে। আমরা কিছু দিন আগেও দুই টাকা মূল্যে পূজার কাপড় বিতরণ করেছি। আমাদের ধারাবাহিক কাজ চলমান থাকবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এ সংগঠনের সকল সদস্যকে। ধন্যবাদ জানাবো নাভানা গ্রুপ ও উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টকে যাত্রী ছাউনির পাশে থেকে সহযোগিতা করার জন্য।’

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাদিরা নুর, সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শহিদুল ইসলাম।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!