৪০ চোরাই মোবাইলসহ দোকানদার গ্রেপ্তার কোতোয়ালীতে

চট্টগাম নগরীর কোতোয়ালী থানাধীন জলসা শপিং কমপ্লেক্সের হুসাইন মোবাইল শপের ৪২টি চোরাই মোবাইলসহ দোকান মালিক মোহাম্মদ হোসাইন (২২)গ্রেপ্তার হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইলসহ দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসাইন ভোজপুর থানার চাঁনপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ঢাকা থেকে চুরি হওয়া মোবাইল সেট কম দামে কিনে জলসা মার্কেটে তার দোকান থেকে চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন দোকানদারদের কাছে এসব মোবাইল বিক্রি করেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও তার কাছ থেকে মোবাইল নিয়ে বিক্রি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম প্রকাশ করেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৪২টি চোরাই মোবাইলসহ দোকান মালিক হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালী থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার সহযোগীদের ধরার চেষ্টা চলছে।’

আরএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!