৪০০ ফুটের টানেল বসছে বান্দরবান শহরের প্রবেশমুখে

বান্দরবান শহরে ঢোকার মুখেই তৈরি করা হচ্ছে সাড়ে ৪০০ ফুট দীর্ঘ টানেল। এই টানেলের কাজ শেষ হলে একদিকে কমবে যানজট এবং অন্যদিকে বাড়বে পর্যটন শহরটির সৌন্দর্য।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে টানেলটি নির্মাণ করছে এমএম কনস্ট্রাকশন।

বর্ষা মৌসুমে প্রতিবছরই পাহাড়ের মাটি পড়ে বান্দরবান শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে নতুন বাস টার্মিনালে যাওয়ার সংযোগ সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটে প্রাণহানির ঘটনাও।

অন্যদিকে পুরাতন বাস টার্মিনালে স্থান সংকটের কারণে অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং করায় যানজটে চালক ও যাত্রীদের পোহাতে হয় নানা ভোগান্তি।

এসব সমস্যা কাটিয়ে উঠতে বান্দরবান শহরের প্রবেশমুখে পুরাতন বাসস্টেশন থেকে হাফেজঘোনা নতুন বাস টার্মিনালে যাওয়ার পথে নির্মাণ করা হচ্ছে টানেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণাধীন টানেলটির দৈর্ঘ্য সাড়ে ৪০০ ফুট ও প্রস্থ ২৮ মিটার।

ইতোমধ্যে টানেলটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে, পুরো কাজ শেষ হলে পুরাতন বাস টার্মিনালে যানজট কমে যাবে। অন্যদিকে টানেলটি পর্যটন শহর বান্দরবানের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!