৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল আবদুর রশিদ ফাউন্ডেশন

শ্রমজীবী ৩ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নোয়াখালীর সোনাইমুড়ির মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন।

সংস্থাটির কর্ণধার মো. জহির উদ্দিন স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও, অম্বনগর ও নাটেশ্বর ইউনিয়নের শ্রমজীবী ও নিম্ন আয়ের প্রায় ৩০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সোনাইমুড়ি উপজেলার এসব ইউনিয়নে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করে।
৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল আবদুর রশিদ ফাউন্ডেশন 1
এছাড়া সংস্থাটির পক্ষ থেকে বারগাঁও ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসুল্লীদের সুরক্ষায় জীবাণু মুক্ত জীবাণুনাশক চেম্বার পয়েন্ট স্থাপন করেন।

মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন সোনাইমুড়ি উপজেলা ভিত্তিক একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। ২০১৫ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ আরও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনটি নিয়োজিত।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!