৩৪২ রানে আফগানদের আটকিয়ে শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ

আফগানিস্তানকে লাঞ্চের প্রায় ত্রিশ মিনিট আগে ৩৪২ রানে অলআউট করে দ্বিতীয় দিনের শুরুটা নান্দনিক করার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু নিজেদের ইনিংসের প্রথম ওভারেই সাদমানের বিদায় নান্দনিক শুরুতে যেন কালিমা লেপন করে দিল। ম্যাচের একমাত্র পেসার ইয়ামিন আহমেদ জাইয়ের পরপর চার বলে পরাস্ত হন সাদমান। পঞ্চম বলটি উইকেট রক্ষকের কাছে যাওয়ার আগে আলতো ছুঁয়ে যায় সাদমানের ব্যাট। ১ উইকেট হারিয়ে ১ রানেই বাংলাদেশ লাঞ্চে যায়।

এর আগে শেষ মুহূর্তে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। রহমত শাহর সেঞ্চুরি, আসগর আফগানের সেঞ্চুরির কাছাকাছি ইনিংস এবং রশিদ খানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রামে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪২ রান করে অলআউট হলো আফগানিস্তান।

যে দলটিকে স্পিন অ্যাটাক দিয়ে শুরুতেই নাস্তানাবুদ করে দিতে চেয়েছিল সাকিব আল হাসানের দল, সেই দলটিই কি না প্রথম দিন থেকে চোখ রাঙানি দিতে শুরু করে বাংলাদেশকে। শেষ পর্যন্ত তাদের রান হয়ে গেলো প্রায় সাড়ে তিনশ’র কাছাকাছি।

দলীয় ২৭১ এবং ব্যক্তিগত ৮৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন আসগর আফগান। সেঞ্চুরির খুব কাছাকাছি দাঁড়িয়ে দিলেন তিনি। তার সঙ্গী ছিলেন আফসার জাজাই ছিলেন ৩৫ রানে। কিন্তু আসগর আফগান যোগ করলেন ৪ রান এবং আফসার জাজাই যোগ করলেন কেবল ৬ রান।

দলীয় ২৭১ রানের সঙ্গে এ দু’জন যোগ করেন কেবল ৭ রান। এরপরই এই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। ৯২ রানে থাকা আসগর আফগানকে ফিরিয়ে দেন সাজঘরে। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি। আফসার জাজাই করেন ৪১ রান। শেষ দিকে রশিদ খান ৬১ বলে খেলেন ৫১ রান করে মেহেদী মিরাজের হাতে উইকেট হারান তিনি।

আগেরদিন ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে উপসস্থিত হয়ে তাইজুল ইসলাম বলেছিলেন, ‘মুখস্ত’ ব্যাটিং করেছে আফগান ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের শুরুতে সেই ‘মুখস্ত’ ব্যাটসম্যানদের ওপর চড়াও হলেন তাইজুল নিজেই। তুলে নিলেন দিনের প্রথম উইকেট।

সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা আফগান ব্যাটসম্যান আসগর আফগানকে পাঠিয়ে দিলেন সাজঘরে। দিনের চতুর্থ ওভারের শেষ বলে তাইজুলকে স্লগ করতে যান আসগর। কিন্তু বল ব্যাটের উপরের কানায় লেগে উপরে উঠে গেলে অন্যদের থামিয়ে ক্যাচটা সহজেই লুফে নেন মুশফিকুর রহীম।

১৭৪ এল খেলা ৯২ রানের ইনিংসটির পরিসমাপ্তি ঘটলো এভাবেই। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও মেরেছিলেন আসগর আফগান। আফসার জাজাইয়ের সঙ্গে ৮১ রানের দারুণ একটি জুটি গড়েই বিদায় নিলেন আসগর।

টস জিতে প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে রহমত শাহ। আফগানিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। তার সেঞ্চুরি এবং ৮৮ রানে থাকা আসগর আফগানের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২৭১ রান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!