৩০ ছাত্র বহিষ্কার—২৭ নভেম্বর তালা খুলবে চট্টগ্রাম মেডিকেল কলেজের

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) চমেকের একাডেমিক কাউন্সিলরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আগামী ২৭ নভেম্বর ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আট শিক্ষার্থীকে দুই বছর, দুই শিক্ষার্থীকে দেড় বছর এবং বাকিদের এক বছর করে বহিস্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর বন্ধ ঘোষণা করা চমেক ক্যাম্পাস ২৭ নভেম্বর ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সভায় মেয়েদের হল শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছেলেদের হল কিছুদিন পরে খুলে দেওয়া হবে।’

এর আগে গত ২৯ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পরদিন ৩০ অক্টোবর সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও মাহাদি জে আকিব আহত হন। এদের মধ্যে আকিবের অবস্থা ছিল গুরুতর।

সংঘর্ষের দিন বিকেলে চমেক একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ ঘোষণা করা হয় ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলও৷

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!