২ হাজার লিটার তেল মজুদ করায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা চট্টগ্রামে

আগে মজুদ করা সয়াবিন তেল নতুন দরে বিক্রির অপরাধে চট্টগ্রামে দুই দোকানদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের কাছ থেকে মজুদ করা মোট ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে চালানো অভিযানে ধরা পড়ে এসব অনিয়ম।

এ সময় জে আলম অ্যান্ড ব্রাদার্স এবং এসএম এন্টারপ্রাইজ নামের দোকান দুটিকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক দিদার হোসেন বলেন, ‘কর্ণফুলী বাজারের দোকান দুটি আগের দরে তেল কিনে মজুত করে রেখেছিল। তারা খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে বোতলজাত সয়াবিন বিক্রিও করছিল না।’

তিনি জানান, সীমিত পর্যায়ে বিক্রি করলেও তারা আগের কেনা দামে বিক্রি না করে সরকারের বেঁধে দেওয়া নতুন দরে বিক্রি করছিল সেসব পণ্য।

জে আলম অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে দেড় হাজার লিটার সয়াবিন এবং এসএম এন্টারপ্রাইজের কাছে ৫০০ লিটার মজুত করা সয়াবিন পাওয়া যায়।

জে আলম অ্যান্ড ব্রাদার্সকে এক লাখ ৫০ হাজার এবং এসএম এরন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!