২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক 1টেকনাফ প্রতিনিধি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৯৮ হাজার ৯০৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় মিয়ানমারের ১ নাগরিককে আটক করা হয়েছে।

২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, ১১ জুলাই মঙ্গলবার রাত ১০ টার দিকে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের দমদমিয়া বিজিবি চেক পোস্টের সদস্যরা নাফনদী সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন পায়। এ সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত স্থানে গমন করে ওঁৎ পেতে থাকে। বিজিবি টহলদল একজন লোককে বস্তা মাথায় নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই সাথে থাকা বস্তা ফেলে দ্রুত কেওঁড়া বাগানের দিকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল পিছু ধাওয়া করে। একপর্যায়ে বস্তা ও ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত পাচারকারী হচ্ছেন, মিয়ানমার মংডু সুধাপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে মোহাম্মদ রফিক (৩৫) বলে জানায় বিজিবি। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট হতে প্রাপ্ত বস্তা তল্লাশী করে ১ লাখ ৯৮ হাজার ৯০৬ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ৫ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৮’শ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় সোপর্দ করে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান বিবিজি ২ ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম । প্রসংগত ১১ জালাই ভোরে নাফনদী সীমান্তের দক্ষিণ জালিয়া পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিককে আটক করে বিজিবি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!