২ কোটি টাকার আফিমসহ র‌্যাবের হাতে আটক ২ জন

বান্দরবান জেলার থানচি থেকে ২ কেজি ২০০ গ্রাম আফিমসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা আফিমের মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। এসব মাদক মায়ানমার থেকে আনা হয়েছে বলে জানা গেছে।

আটক দুই মাদক বিক্রেতা হলেন–বান্দরবানের লামার কাইং প্রো (২৩) এবং থানচি এলাকার দংওয়াই (২৪)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বান্দরবানের থানচি বাজার থেকে তাদের আটক করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, বান্দরবান জেলার থানচি বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে অফিম ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানতে পারি। এরপর ওই জায়গায় অভিযান পরিচালনা করলে বিপুল পরিমাণ আফিমসহ দুইজনকে আটক করা হয়। প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো আফিমের পরিমাণ ২ কেজি ২০০ গ্রাম বলে জানায় মাদককারবারিরা।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন যাবৎ মায়ানমার ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট থেকে আফিম সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আফিম ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো।

থানচি থানায় আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!