২৮ অজগরের বাচ্চা ফুটলো চট্টগ্রামের ইনকিউবেটরে

হাতে তৈরি ইনকিউবেটরে ২৮টি অজগর সাপের বাচ্চা ফুটিয়ে অজগর সংখ্যা আরও বাড়ালো চট্টগ্রামের চিড়িয়াখানা।

বুধবার (২৩ জুন) চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন বলেন, চিড়িয়াখানায় ২৮ অজগর সাপের বাচ্চা ফোটানো একটি মাইলফলক। এতে চিড়িয়াখানার প্রাণি সংরক্ষণ ও গবেষণা আরও একধাপ এগিয়ে গেল।

চিড়িয়াখান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চিড়িয়াখানায় সদ্যফোটা এই ২৮টি অজগর সাপের ডিম দীর্ঘ ৬৭ দিন ইনকিউবেটরে রাখার পর সাপের বাচ্চা ফোটে। এসব সাপের বাচ্চার ওজন গড়ে ৩৫০ গ্রাম। বাচ্চাগুলোকে আগামী ২০ দিন পর্যন্ত পর্যবেক্ষণ রাখার পর তা খাঁচায় ছেড়ে দেওয়া হবে।

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বড় ২২টি ও সদ্য ফোটা ২৮টি মিলে মোট ৫০টি অজগর সাপ রয়েছে। এর আগে ২০১৯ সাথে চট্টগ্রাম চিড়িয়াখানায় কিউরেটরের মাধ্যমে ২৫ টি অজগর সাপের বাচ্চা ফোটানো হয়েছিল।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বাচ্চাগুলো সুস্থ আছে। ২০ দিন পর এগুলো খাঁচায় ছেড়ে দেওয়া হবে।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!