২৭ শর্তে নাসিমন ভবনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে এজন্য মহানগর বিএনপিকে ২৭টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে। এছাড়া লালদিঘীর পাড়ের জেলা পরিষদ চত্বরে নয়, নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির সমাবেশের জন্য ২৭টি শর্তে অনুমতি দেওয়া হয়েছে। তারা ২০ জুলাই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সমাবেশ করতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর লালদিঘীর পাড়ের জেলা পরিষদ চত্বর অথবা কাজির দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। লালদিঘীর মাঠে বন বিভাগের বৃক্ষমেলা চলছে। সেজন্য সেখানে আমরা সমাবেশ করতে পারছি না। বাকি যে দুটি ভেন্যু আমরা নির্ধারণ করেছি, সেগুলো আমাদের লোক সমাগমের জন্য পর্যাপ্ত নয়। তারপরও আমরা সেগুলো নির্ধারণ করেছি এবং আশা করছি পুলিশ আমাদের অনুমতি দেবে।’

ওই সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর অভিযোগ করেন, ‘আমরা ৪ জুলাই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছি। কয়েকদিন আগে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আমেনা বেগমের সঙ্গে দেখা করেছি। কিন্তু তারা এখনও আমাদের সমাবেশের অনুমতির বিষয়টি জানায়নি। আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ আমাদের অনুমতি দেবে।’

পুলিশের বাধায় সমাবেশের প্রচার চালাতে না পারার অভিযোগও করেন বিএনপি নেতা বক্কর। যদি পুলিশ সমাবেশের অনুমতি না দেয়, এমন আশঙ্কার জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বরিশালে সমাবেশ হচ্ছে। যেহেতু বরিশালে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ, আশা করি আমরাও পাব। অনুমতি পেলে অতীতের মতো সুশৃঙ্খলভাবে সমাবেশ করা হবে বলেও জানিয়েছেন শাহাদাত।

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!