২৬০ কাউন্সিলর চায় চট্টগ্রাম আওয়ামী লীগ, কেন্দ্রে ধরনা

এবারের জাতীয় সম্মেলনে চট্টগ্রাম মহানগর থেকে কাউন্সিলরের সংখ্যা বাড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানাবে দলটির মহানগর শাখা কমিটি। দলের গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী নগরের বর্তমান জনসংখ্যার অনুপাতে কাউন্সিলর বাড়াতে কেন্দ্রের কাছে লিখিত আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা বলে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতি ২৫ হাজার জনের বিপরীতে একজন কাউন্সিলর নির্ধারণের বিধান আছে দলের গঠনতন্ত্রে। গত সম্মেলনে চট্টগ্রাম নগরীর জনসংখ্যা ৪০ লাখ ধরে কাউন্সিলর নির্ধারণ করা হয়েছিল ১৬০ জন। বর্তমানে নগরীর জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। এই হিসেবে ২৬০ জনকে সম্মেলনের কাউন্সিলর করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থেকে যে পরিমাণ কাউন্সিলর করার কথা সে পরিমাণ কাউন্সিলর করার নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আমাদের সর্বশেষ কার্যনির্বাহী সভায় আলোচনা করা হয়েছে।’

মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোর্শেদ আকতার চৌধুরী বলেন, ‘আমরা গত সম্মেলনেও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সাথে কথা বলেছিলাম। সেবার মৌখিকভাবে বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। এবার কাউন্সিলর বাড়াতে কেন্দ্রের সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!