২৫ লাখ শেয়ার বিক্রি হবে দুই ব্যাংকের, ব্যাংক এশিয়ার পরিচালক কিনবেন ১৮ লাখ শেয়ার

কাজ সারতে হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালক ২৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আরেক ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ১৮ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক তিনটি হলো ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ১৮ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক একেএম শাহেদ রেজা তার কাছে থাকা ব্যাংকটির ৪ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৬৯৭টি শেয়ারের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুকের কাছে ব্যাংকটির ৩ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ১৪১টি শেয়ার রয়েছে। সেখান থেকে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে এই তিন উদ্যোক্তা পরিচালককেই তাদের ঘোষণা অনুযায়ী শেয়ার বেচা ও কেনা শেষ করতে হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!