২৪ ঘন্টা ওয়াসার পানি যাবে না চট্টগ্রামের যেসব গুরুত্বপূর্ণ এলাকায়

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও, চকবাজার, বহদ্দারহাট, সুগন্ধা, কাতালগঞ্জ, বাদুরতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

ওয়াসা জানিয়েছে, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে আরাকান রোড কাপাসগোলা ব্রিজে ৪৫০ এম এম ও ২০০ এম এম এম ব্যাসের পাইপলাইন পুনর্বাসন কাজ চলমান আছে। এই কাজের জন্যই পানি সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা শেখ রাসেল পানি শোধনাগারের আওতাধীন যেসব এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হচ্ছে— চান্দগাঁও আবাসিক এলাকা, চকবাজার, ডিসি রোড, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকা, সিরাজুদ্দৌলা রোড, কাপাসগোলা রোড, বহদ্দারহাট, বাড়ইপাড়া, খাজা রোড, প্রবর্তক মোড়, সুগন্ধা আবাসিক এলাকা।

এছাড়া একই সময়ে পানি সরবরাহ বন্ধ থাকবে কাতালগঞ্জ, বাদুরতলা, শুলকবহর (আংশিক), চানমিয়া সওদাগর রোড ও তৎসংলগ্ন এলাকাসমূহেও।

বরাবরের মতোই গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা ‘আন্তরিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!