২১ জন লোক নেবে চট্টগ্রামের বন সংরক্ষকের কার্যালয়

বন অধিদপ্তরের অধীনে বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম অঞ্চলে ২টি পদে ২১ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির কর্মস্থল চট্টগ্রাম।

প্রতিষ্ঠানের নাম

বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চল

অধিদপ্তরের নাম

বন অধিদপ্তর

পদের বিবরণ

১. পদের নাম: জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট
পদের সংখ্যা: ৪টি
চাকরির গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।

২. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৭টি
চাকরির গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

চাকরির ধরন

অস্থায়ী

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

বয়স

২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহীরা bfdctg.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০X৩০০ সাইজের ছবি ও ৩০০X৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য অফেরতযোগ্য হিসেবে ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

২১ অক্টোবর ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরও বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে।

২১ জন লোক নেবে চট্টগ্রামের বন সংরক্ষকের কার্যালয় 1
২১ জন লোক নেবে চট্টগ্রামের বন সংরক্ষকের কার্যালয় 2

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!