২০২৬ বিশ্বকাপ নর্থ আমেরিকায়

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ নর্থ আমেরিকায় অনুষ্ঠিত হবে।
সবশেষ ১৯৯৪ আসরে যুক্তরাষ্ট্র আয়োজক হওয়ার সুবাদে এই মহাদেশে ফুটবল শ্রেষ্ঠত্বের আসর বসেছিল। ২০২৬ সালে আবারো সেখানে বিশ্বকাপ হলে ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। রাশিয়াতে ২০১৮ ও ২০২২ ইভেন্ট অনুষ্ঠিত হবে কাতারে।

wc_cover_32325
বর্তমান ফরমেটে ৩২টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেয়। গত ফেব্রুয়ারিতে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই টিমসংখ্যা বাড়িয়ে ৪০-এ উন্নীত করার ধারণা সমর্থন করে আসছেন ইনফান্তিনো।
অক্টোবরে ফিফা কাউন্সিল অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন ইনফান্তিনো। এছাড়াও সম্ভাব্য একাধিক দেশের কাঁধে আয়োজকের ভার দেওয়ার পক্ষে তিনি। তার মতে, এতে বিশ্বজুড়ে অনেক বেশি উত্তেজনা তৈরি হবে।
এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, এখানে আমি বলতে চাই, ফুটবলের ভালোর জন্য যাই হোক না কেন তার কোনো সীমা নেই। আমরা তা দেখবো, কিন্তু এটা সত্য যে দীর্ঘ সময় ধরে কনকাকাফ ওয়ার্ল্ডকাপ পাচ্ছে না। এ মুহূর্তে আমি মনে করি সবকিছুই উন্মুক্ত। আমার ৪০ দলের মতামতে কোনো পরিবর্তন হবে না।

 

খেলা প্রতিদিন

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!