২০০ সিএনজির চালককে খাদ্যপন্য উপহার জিআরপি থানার ওসির

দুই শতাধিক সিএনজি টেক্সি চালককে করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত নিয়মকানুন হাতে কলমে শিখিয়ে দিলেন চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজুর রহমান। সিএনজি চালক ছাড়াও এলাকার শতাধিক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এসব নিয়মকানুন শিখেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নগরীর ২ নম্বর ষোলশহর গেইট রেলস্টেশনে তিনি বেকার সিএনজি চালকদের হাতে খাদ্যপণ্যও তুলে দেন।

জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সবকিছু বন্ধ থাকায় সিএনজি চালকরা পুরোপুরি বেকার। কিছু খাদ্যপণ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানো। আর তাদেরকে করোনাভাইরাস থেকে আত্মরক্ষার কৌশল শিখিয়েছি যাতে নিজের নিরাপদ থাকে। তাদের পরিবার ও সমাজ নিরাপদ থাকে।

তিনি আরো বলেন, দেড়লিটার পানিতে ৪ চামচ কাপড় ধোয়ার পাউডার মিশিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়েছে। সঠিক ভাবে মাস্ক ব্যবহার, যার যার ধর্ম পালন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্যপণ্যে সহযোগিতা করেছেন আমার কলেজ বন্ধু জাহাজের ক্যাপ্টেন জসিম উদ্দিন।

আদর/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!