২০০ টাকার হ্যান্ডস্যানিটাইজার ৪০০ টাকা হাটহাজারীতে

বেশি দামে হ্যান্ডস্যানিটাইজার বিক্রির অপরাধে হাটহাজারীতে দরবার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২৮টি হ্যান্ডস্যানিটাইজার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

করোনাভাইরাসকে পুঁজি করে হাটহাজারীতে বেশি দামে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিক্রি রোধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। অভিযানে সদরের বিভিন্ন ফার্মেসিতে বেশি দামে মাস্ক, হ্যান্ডসেনিটাইজার বিক্রি হচ্ছে কিনা তা তদারকি চলছে।

মঙ্গলবার অভিযানে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ডে দরবার ফার্মেসিতে ২০০ টাকার হ্যান্ডস্যানিটাইজারের গায়ে লেখা মূল্য মুছে দিয়ে ৪শত টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।

অভিযানে দরবার ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও ২৮টি হ্যান্ডস্যানিটাইজার জব্দ করা হয়।

রহুল আমিন বলেন, আমরা প্রতিদিন হাটহাজারীতে বাজার মনিটরিং করছি যাতে কোন ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রয় করতে না পারে। আজকের অভিযানে বেশি দামে হ্যান্ডস্যানিটাইজার বিক্রির দায়ে দরবার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


সিএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!