১ ঘণ্টায় সাড়ে ৪ লাখ বৃক্ষ রোপণ

১ ঘণ্টায় সাড়ে ৪ লাখ বৃক্ষ রোপণ 1রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলায় এক ঘণ্টায় সাড়ে চার লাখ গাছের চারা রোপণ কর্মসূচী পালন করেছে সর্বস্থরের মানুষ

রাউজানের স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে চার লাখ ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা লাগানো হয়েছে।

রাউজানের উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেয়। বেলা ১১টায় রাউজানের হালদাপাড়ে শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে একটি লিচুগাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

উদ্বোধনকালে তিনি বলেন, ভবিষ্যতে আরো বেশি গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হবে। আজকের কর্মসূচিতে রাউজান উপজেলার প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে, খেলার মাঠের পার্শ্ববর্তী এলাকায়, সড়কের দুই পাশে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা লাগানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!