১৮ মামলার আসামি অস্ত্রসহ ধরা বায়েজিদে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে বিদেশি অস্ত্রসহ গিট্টু জাহাঙ্গীর নামের এক আসামিকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে জাহাঙ্গীরকে আটক করা হলেও বিষয়টি নিশ্চিত করা হয় রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায়।

র‌্যাব জানায়, নগরীর বায়েজিদ থানার ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকা থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় প্রযুক্তিতে তৈরি এসবিবিএল এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে গিট্টু জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ ১৮টি মামলা পাওয়া যায়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অবৈধ অস্ত্রটি জাহাঙ্গীর দীর্ঘদিন ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!