১৮ বছর পর সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন, নেতৃত্ব ঠিক হবে শনিবার

দীর্ঘ ১৮ বছর পর সম্মেলন হল সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের। এর আগে কয়েকবার তারিখ নির্ধারণ হওয়ার পরও বিভিন্ন কারণে সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে মিছিল সহকারে যোগদান করেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর ও আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, সাংগঠিনক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কমল কৃষ্ণ দেব প্রমুখ।

এদিকে বহুল প্রতীক্ষিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রহর গুণছেন নেতাকর্মীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের শাপলা স্কয়ারে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এদিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে কাদের কাঁধে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব।

এ পর্যন্ত সভাপতি পদে আব্দুল গফুর লালু, শফিকুল ইসলাম শফি, রকিবুল হক দীপু ও গোলাম ফেরদৌস রুবেলের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদ ও মোজাম্মেল হক লিটনের নাম রয়েছে। তবে প্রার্থী বা নেতৃত্বে কে আসছেন— তা জানতে শেষমেশ অপেক্ষা করতে হবে কাউন্সিল অধিবেশনের জন্য।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!