১৮ বছর পর নতুন মুখ সাতকানিয়া পৌর আওয়ামী লীগে, নেতৃত্বে লালু-আসাদ

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে এলেন নতুন মুখ। সভাপতি পদে তুমুল লড়াইয়ের পর নির্বাচিত হলেন আবদুল গফুর লালু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন একেএম আসাদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর শায়লা স্কয়ারে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্ধারণে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। সম্মেলনে মোট ২৯০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৮৭ জন।

১৮ বছর পর নতুন মুখ সাতকানিয়া পৌর আওয়ামী লীগে, নেতৃত্বে লালু-আসাদ 1

ভোটগ্রহণ শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। ঘোষিত ফলাফলে দেখা গেছে, নবনির্বাচিত সভাপতি আবদুল গফুর লালু পেয়েছেন ৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট এবং গোলাম ফেরদৌস রুবেল পেয়েছেন ৫৪ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একেএম আসাদ ১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক লিটন পেয়েছেন ৬৩ ভোট।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর, অ্যাডভোকেট জহির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন, দক্ষিণ জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর ও আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!