১৭ দিন লড়ে ক্যাফে জামানের মালিক মারা গেলেন করোনায়

১৭ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়ে পরাজিত হলেন ক্যাফে জামানের মালিক নুরুজ্জামান (৬৫)। রোববার (২১ জুন) সকালে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত ৪ জুন চট্টগ্রামের হোটেল জামান পরিবারে প্রথম করোনা হানা দেয় ক্যাফে জামানের মালিক নুরুজ্জামানের মাধ্যমে। এর পরই বড় মেয়ে ও বড় ভাই মালেকুজ্জামানের করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসার মাধ্যমে কয়েকদিন আগে বড় মেয়ের করোনা নেগেটিভ আসে। বড় ভাইয়ের অবস্থাও কিছুটা উন্নতি হলেও ছোট ভাইকে করোনার কাছে পরাজিত হতে হয়েছে।

এ বিষয়ে হোটেলের আরেকজন মালিক খালেকুজ্জামান বলেন, চাচার কোনও রোগ ছিলো না। কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তারপর তাঁকে ঢাকা নেওয়া হলে সেখানে করোনা পজিটিভ পাওয়া যায়। তার পরপরই চাচার বড় মেয়েরও করোনা পজিটিভ আসে। চিকিৎসার পর এখন নেগেটিভ এসেছে।

তিনি বলেন, আমাদের পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। আমাদের নেগেটিভ এসেছে। শুধু বাবা মালেকুজ্জামানেরও করোনা পজিটিভ। বাবার চিকিৎসা চলছে। কিন্তু চাচা সকালে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন।

আরএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!