১৬ কোটি টাকায় জামালখানে ফ্ল্যাটের জায়গা কিনবে এক্সিম ব্যাংক

এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চট্টগ্রামে নিজস্ব ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংক চট্টগ্রামের কোতোয়ালী এলাকার জামাল খান রোডের ‘এয়ারবেল হেলিয়ানথাস’-এ আট হাজার ৮৮৯ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে।

এটি কিনতে কোম্পানিটির ১৬ কোটি টাকা ব্যয় হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এক্সিম ব্যাংক ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬১১ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪টি শেয়ার রয়েছে।

এক্সিম ব্যাংক সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে সাত শতাংশ নগদ এবং আড়াই বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৯ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!