১৫ দিনের করোনায় শেষ ১৫ বছরের প্রবাসজীবন

চট্টগ্রামের যুবকের মৃত্যু সৌদি আরবে

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় মারা গেলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা এক যুবক। তিনি মদিনায় আবাসিক হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের মদিনার একটি বেসরকারি হাসপাতালে নেজামুল হক রোকন (৪৫) নামের ওই যুবক মারা যান। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ মনসা গ্রামের অধিবাসী। যুক্ত ছিলেন প্রবাসী মদিনা শাখা যুবলীগের সঙ্গেও।

নেজামুল হক রোকন দুই কন্যাসন্তানের জনক। তার বাবা সিরাজুল হক চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক ছিলেন।

জানা গেছে, সৌদি আরবের মদিনায় আবাসিক হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত নেজামুল হক রোকন ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রবাসজীবন যাপন করছিলেন। করোনায় লকডাউন শুরু হওয়ার অল্প কয়েকদিন আগে ১৪ মার্চ তিনি দেশ থেকে সৌদি আরব যান। দুই সপ্তাহ আগে তার শরীরে করোনার জীবাণু ধরা পড়ে। এরপরই তাকে মদিনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

টানা প্রায় ১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

করোনা বিধি অনুযায়ী নেজামুল হক রোকন মদিনাতেই দাফন করা হবে বলে জানা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!