১৫০০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন কাউন্সিলর তৌফিক

করোনা পরিস্থিতিতে টানা ছুটিতে বিপাকে পড়া দিনমজুর ও অসহায় ১ হাজার ৫শ পরিবারকে সহায়তার হাত বাড়ালেন চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নিজ উদ্যোগে ১৫শ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর ইসলামিয়া হাটের নাথপাড়া, সৈয়দ পাড়া, বাদামতল ডাইল পাড়া, নন্দীরহাটের গুল মোহাম্মদ তালুকদার মাইজপাড়া, উত্তর দক্ষিণ পশ্চিম বানিয়া পাড়া, ধোপারদিঘীর পাড়ের হাজী পাড়া, ব্রাম্মণপাড়া, ছড়ারকুল, চৌধুরীরহাট স্টেশন, ফতেয়াবাদ সন্দীপ কলোনি, আমতলী, চৌধুরীহাটের আচার্য্য পাড়া, ফকিরখীল, ঠাণ্ডাছড়ি, সেকান্দর কলোনি, শাহ আমানত কলোনি, মালী কলোনি, নাথপাড়া, বড়দিঘীরপাড়ের খিল্লাপাড়া, ক্যান্টেনমেন্ট ৩ নম্বর বাজার, লালিয়ারহাটের তৈয়বীয়া পাড়া, শীল পাড়া, খোশালশাহ এলাকার এসব হতদরিদ্র, দিনমজুর ও অসহায় পরিবারের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন কাউন্সিলর তৌফিক।

এছাড়া দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের অন্তত ৬০টি মসজিদে মাস্ক, সাবান ও করোনা সচেতনতার লিফলেট বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণের সময় কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক নয়, মানবিকতা থেকেই করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। তিনি এসময় মরণব্যাধি করোনা থেকে সচেতনতার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে পরিবার ও সমাজকে বাঁচানো আহ্বান জানান।

সিএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!