১৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ চন্দনাইশের বিমানযাত্রী ধরা

চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশি ১৪ লাখ ৭ হাজার টাকা সমমূল্যের মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চারটি দেশের মুদ্রা ছিল ওই যাত্রীর সঙ্গে। আসিফ হোসাইন নামের ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের যাত্রী ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা আসিফ নামের ওই যাত্রীকে বিমানবন্দরের অ্যান্টি হাইজ্যাকিং গেইটে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৯২৭ দশমিক ৪০ ওমানি রিয়াল, ১৪১ দশমিক ৫০ বাহরাইনি দেরহাম, ১৮১ কুয়েতি দিনার ও ২৯ হাজার ৭১৫ দেরহাম পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় এসবের মূল্যমান প্রায় ১৪ লাখ ৭ হাজার ৪৭ টাকা।

শনিবার (১৪ মার্চ) ওই যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কাস্টম আইনে মামলা হয়েছে ওই থানায়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!