১৪ দিন পর বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ চালু

চৌদ্দদিন পর বান্দরবানের সাথে রোয়াংছড়ি সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। সোমবার (২২ জুলাই) বান্দরবানের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, উপজেলার ৪,৯,ও ১০ মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়ক থেকে মাটি সরানোর পর রবিবার পর্যন্ত হালকা যানবাহন চলাচল করার জন্য উপযোগী করা হয়। তবে সোমবার সকালে সব ধরনের যানবাহন চলাচলের জন্য ওই সড়ক খুলে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। বন্ধ হয়ে যায় দুই উপজেলার মধ্যে পণ্য পরিবহণ ব্যবস্থা।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!