১২ মামলার আসামি গ্রেপ্তার বায়েজিদে, ৬টিতে আছে পরোয়ানা

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ছয় মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২মামলার আসামি মীর মোহাম্মদ মোকাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) রাতে বায়েজিদ কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মীর মোহাম্মদ মোকাম্মেল (৬৫) অক্সিজেন মোড় ওয়াপদা এলাকার মৃত মীর মোহাম্মদ শোয়াইবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মীর মোহাম্মদ মোজাম্মেল চেক প্রতারণা মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। চেক প্রতারণায় তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকি ৬টি মামলা এখনো বিচারাধীন।

এছাড়া পরোয়ানাভুক্ত ৬টি মামলার মধ্যে তিনটিতে আদালত তাকে এক বছর ১০ মাস কারাদণ্ড ও ১৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এই বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় শর্মা বলেন, ‘চেক প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি মীর মোহাম্মদ মোকাম্মেলকে বায়েজিদ কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। বাকি মামলা বিচারাধীন রয়েছে।’

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!