১০ বছর পর ফের সচল ঝাউতলা রেলস্টেশন

প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামের ঝাউতলা রেলওয়ে স্টেশন ফের চালু করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডাউন-১৩৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল চালানোর মাধ্যমে স্টেশনের কার্যক্রম চালু করা হয়।

জানা যায়, গত ১০ বছরে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বন্ধ হয়েছে ৫০টি রেল স্টেশন। চট্টগ্রাম বিভাগে ২২টি ও ঢাকা বিভাগ ২৮টি রেল স্টেশন রয়েছে। লোকবল সংকটে এ স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

ঝাউতলা স্টেশনটি ২০১০ ও রাজাপুর স্টেশন ২০১৪ সালে বন্ধ করা হয়।লোকবল সংকট দূর করা গেলে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সব স্টেশন খুলে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

ডিটিও ওমর ফারুক বলেন, ঝাউতলা স্টেশনটি ফের চালু হওয়ায় ওই রুটে যাত্রীরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন। লোকবল সংকট থাকলেও বিশেষ ব্যবস্থায় বন্ধ থাকা সব স্টেশন পর্যায়ক্রমে সচল করা হবে বলেও জানান তিনি।

জেএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!