১০ দিন পর মৌলভীবাজারের অপহৃত গৃহবধূ চট্টগ্রামে উদ্ধার

মৌলভীবাজার থেকে অপহরণ করে নিয়ে আসা এক গৃহবধূকে উদ্ধার করা হল চট্টগ্রাম থেকে। নগরীর বন্দর এলাকার একটি বাসায় আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এক যুবককেও।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদিঘীরপাড় এলাকা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ওই গৃহবধূকে উদ্ধার করার পাশাপাশি আটক করা হয়েছে রাসেল আহমেদ নামের এক যুবককেও।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গত ৫ জানুয়ারি রাসেল আহমদ ওই গৃহবধূকে অপহরণ করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর ভাসুর কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। কুলাউড়া থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এর কোনো সুরাহা করতে পারেনি।

অবশেষে প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ফোর্স নিয়ে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদিঘীরপাড় এলাকায় অভিযান চালান। এতে অপহরণকারী রাসেল আহমেদকে আটক ছাড়াও অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গৃহবধূকে আটকে রেখে রাসেল আহমদ জোরপূর্বক ধর্ষণ করে আসছিল।

উদ্ধারের পর অপহৃত গৃহবধূ বাদী হয়ে কুলাউড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আটক রাসেলের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার উত্তর আশিঘর গ্রামে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!