১০ টাকায় চাল মিলবে রাঙামাটির যেখানে

করোনায় কর্মহীন মানুষদের জন্য রোববার (৫ এপ্রিল) থেকে এই প্রথম রাঙামাটির পৌর এলাকায় ৮টি ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হচ্ছে। সপ্তাহে পরিবার প্রতি ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। রবি, মঙ্গল ও বুধবার এসব চাল বিতরণ করা হবে (সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত)। এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

ইতিমধ্যে রাঙামাটিতে ৫০০ মেট্রিকটন চাল ও ২৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে শনিবার পর্যন্ত ২০৫ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে ত্রাণ হিসেবে।

যেসব স্থানে দেওয়া হবে ১০ টাকার চাল
১ নম্বর ওয়ার্ডের গীতাশ্রম মন্দির ও রিজার্ভবাজার, ২ নম্বর ওয়ার্ডের শহীদ আব্দুল আলী একাডেমি ও রিজার্ভবাজার, ৩ নম্বর ওয়ার্ডের ইয়ুথ ক্লাব ও তবলছড়ি, ৪ নম্বর ওয়ার্ডের রাঙামাটি পাবলিক কলেজ ও তবলছড়ি, ৫ নম্বর ওয়ার্ডের মাশরুম ট্রেনিং সেন্টার ও আসামবস্তি, ৬ নম্বর ওয়ার্ডের সড়ক ও জনপথ কারখানা বিভাগ, ভেদভেদী, ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ নম্বর ওয়ার্ডের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও ৯ নম্বর ওয়ার্ডের সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!