১০ কোটি টাকার ক্রিস্টাল আইস মাদকসহ সাতকানিয়া পুলিশের জালে রোহিঙ্গা ধরা

ট্রাকের এয়ারকুলারে লুকিয়ে নিয়ে যাচ্ছিল ঢাকায়

রোহিঙ্গা নাগরিকের কাছ থেকেই এবার উদ্ধার হলো ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস। চট্টগ্রামের সাতকানিয়ার কেওচিয়ার তেমুহনী এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশ। এসব মাদকের আনুমানিক দাম ১০ কোটি টাকা। চট্টগ্রামে ইতিহাসে ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের ঘটনা এটিই সর্বোচ্চ পরিমাণ।

শুক্রবার (৮ অক্টোবর) এসব মাদক উদ্ধার করা হয়। আটক করা হয় এই মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক। এ ঘটনায় গ্রেফতার করা হয় রোহিঙ্গা নাগরিকসহ দুই জনকে। তাদের একজন ট্রাক চালক ফয়সাল আহমদ, অপরজন ট্রাকের হেলপার জাহেদ আলম। গ্রেফতারকৃত জাহেদ রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ‘শতভাগ অ্যামফিটামিন যুক্ত এই মাদক ইয়াবার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। টেকনাফ থেকে এসব ক্রিস্টাল মেথ আইস একজন রোহিঙ্গা নাগরিকসহ দুই জন মিলে ঢাকায় নিয়ে যাচ্ছিল বিক্রির লক্ষ্যে। অভিযান চালিয়ে সাতকানিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কেওচিয়ার তেমুহনী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাড়ির মালিকও এই কাজে জড়িত। গ্রেফতার দুই জনসহ মোট তিন জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মিনি ট্রাকের এয়ারকুলারের ভেতর ১০ কোটি টাকার এই ভয়ংকর মাদক লুকানো ছিল। আমরা এসব মাদকের উৎস ও গন্তব্য খুঁজে বের করবো। চট্টগ্রামে ক্রিস্টাল মেথ আইসের এটিই সবচেয়ে বড় চালান।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!