হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো চবির রসায়ন বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করার জন্য হ্যান্ড স্যানিটাইজার (জীবণুনাশক) তৈরি করেছে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বাজার মূল্য থেকে প্রায় ১০ গুণ সাশ্রয়ী উন্নত মানের এ জীবাণুনাশক।

সোমবার (১৬ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নিকট পাঁচটি বোতল হস্তান্তর করেন বিভাগ কর্তৃপক্ষ।

বিভাগের সভাপতি ড. শাহানারা বেগম বলেন, ‘বিশ্বে করোনা আতঙ্কে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এটি প্রস্তুত করেছি। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জন্য তৈরি করা হয়েছে। প্রথমদিকে আমরা ২৫০ এমএল বিশিষ্ট পাঁচ বোতল এ জীবণুনাশক তৈরি করেছি। যার জন্য খরচ হয়েছে ২ হাজার টাকা। যা বাজার মূল্য থেকে ১০ গুণ কমে আমরা তৈরি করছি।’

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। রসায়ন বিভাগের জীবাণুনাশকটি তৈরি অবশ্যই ভালো উদ্যোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এ কার্যক্রমে সহযোগিতা করবে বলেও জানান তিনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!