হোল্ডিং ট্যাক্স আদায়ে হার্ডলাইনে চসিক, একদিনে আদায় সাড়ে ২২ লাখ টাকা

দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে হার্ডলাইনে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি আদায় এবং রাস্তা-ফুটপাতের উপর অবৈধ দখলদার উচ্ছেদে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে রিয়াজউদ্দিন বাজার ও মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দুইটি হোল্ডিংয়ের দীর্ঘদিনের বকেয়া ট্যাক্স বাবদ ১৮ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা আদায় করা হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, অভিযানকালে দুইটি হোল্ডিংয়ের বকেয়া আদায়ের পাশাপাশি ২২টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ২৭ হাজার ৬২০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়াও সদরঘাট রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!